তাহাজ্জুদ এর অর্থ হচ্ছে গভীর রাতের সালাত। তাহাজ্জুদের ব্যাপারে মুসলিম উম্মাহের অধিকাংশের ধারণা এমন যে, এটি কেবল রমযান মাসের বৈশিষ্ট্য। অথচ, এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। ফরয নামাযের পরে সবচেয়ে মর্যাদাও গুরুত্ব বেশী দেওয়া হয়েছে তাহাজ্জুদকে। এটিকে বলা হয় নেককারদের পাঠশালা।...